শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৪:১০ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারুফ কামাল খান: এটুকু আলো, এই কম্পিত শিখাটাও নিভে গেলে এক নিকষকালো অবারিত অন্ধকার

মারুফ কামাল খান
[১] দেশদ্রোহীদের ক‚টচালে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর তাঁকে ব্যঙ্গ-বিদ্রƒপ করা জাতিকে দুশো বছর গোলামীর জিঞ্জিরে আবদ্ধ থাকতে হয়েছিলো। [২] তেমনই আরেকজনের কথা বলি। তিনিও যেন একালের সিরাজউদ্দৌলা। প্রবল ঝড়-ঝাঁপটায় টিমটিম করে এখনো জ¦লছেন জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের কম্পিত শিখা হয়ে। আধিপত্যের সঙ্গে আপোস করে ঘরে বসে থাকলে তাঁর কিছুই হতো না।

[৩] তিনি দেশের জন্য আর দেশের মানুষের জন্য লড়েছেন। তাঁকে নিয়েও কম ব্যঙ্গ-বিদ্রƒপ করা হয়নি। নিজের জীবনকে তিনি বিপন্ন করেছেন বারবার কিন্তু কখনো মাথা নোয়াননি। [৪] তাঁর কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার সব আয়োজন সম্পন্ন করে আনা হচ্ছে। বিতর্কিত মামলার রায়ে বন্দী রেখে বিনা চিকিৎসায় তাঁকে জটিল অবস্থায় আনার পর জেলের বাইরে থেকে চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এই অনুমতি যখন দেওয়া হলো তখন আর তাঁর উপযুক্ত চিকিৎসা দেশে সম্ভব নয়। [৫] কল্পিত ও অসত্য অভিযোগ ও প্রতিহিংসার ওপর দাঁড়িয়ে তাঁকে সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে ক্ষমতাকে পুরোপুরি প্রতিদ্বদ্বিতাহীন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

[৬] এই অবস্থায় দেশের মানুষ গভীরভাবে উৎকণ্ঠিত। আর কারও নামে সাম্প্রতিককালে বাংলাদেশ এমন করে জেগে উঠেনি। দলীয় গণ্ডির ঊর্ধ্বে উঠে সকলেই আজ একজন মানুষের জন্য গভীর উৎকণ্ঠায় বিনিদ্র রাত যাপন করছেন। [৭] যারা তাঁর প্রাণরক্ষা ও সুচিকিৎসার অধিকার রক্ষায় সোচ্চার হয়েছেন, তাদের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা। [৮] তাঁর অবর্তমানে এ দেশের এবং এই দেশের মানুষের পরিণাম চিন্তা করে আমি শিউরে উঠি। এটুকু আলো, এই কম্পিত শিখাটাও নিভে গেলে এক নিকষকালো অবারিত অন্ধকার। [৯] ‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই’ যে দেশের পুরানো প্রবচন, সে দেশে আমি খুব নিশ্চিত করে বলতে পারি যে, তাঁর স্মরণে একদিন কংক্রিটে নির্মিত হবে স্মৃতির মিনার। কিন্তু এ জাতি যে দুর্বিপাকে পড়বে, এ দেশ যা হারাবে তা’ তো ফিরবে না সহজে। [১০] তাই কোনো রাজনীতি নয়, মানবতার দাবিতে, জীবনরক্ষার তাগিদে সোচ্চার হওয়ার, যার যা করার তা’ করতে হবে শিগগিরই এবং এখনই। maruf kamal khan-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়