আকরাম হোসেন: [২] গাজীপুরের কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত বছরব্যাপি স্কুল ভিত্তিক বইপড়া কর্মসূচীর অংশ হিসেবে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা আজ বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
[৩] উপজেলার ১১ টি ইউনিয়নের ৮৯টি স্কুলে একযোগে অনুষ্ঠেয় মূল্যায়ন পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে ৫ম শ্রেণি এবং মাধ্যমিকে ৬ষ্ঠ থেকে নবম শ্রেনী পর্যন্ত মোট ১৮,০০০ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
[৪] কর্মসূচীটি ২০১৭ সাল থেকে ফাউন্ডেশনের সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপির সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। পরীক্ষা পরিচালনার সার্বিক সমন্বয়ক ছিলেন মো. পারভেজ আহাম্মেদ।