খালিদ আহমেদ: [২] হাছান মাহমুদ বলেছেন, লন্ডনে বসে খালেদা জিয়াকে রাজনীতি করার সুযোগ দিতেই বিএনপি নেতারা তাকে বিদেশে পাঠাতে চান।
[৩] সচিবালয়ে বুধবার ঢাকাস্থ চট্টগ্রাম সাংবাদিক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আসলে খালেদা জিয়াকে লন্ডনে পাঠাতে চায় যেন তারেকের মতো দণ্ডপ্রাপ্ত হয়েও বিদেশে বসে তিনি রাজনীতি করতে পারেন।
[৪] তিনি আরো বলেন, খালেদা জিয়ার বিষয়ে বিএনপির ভূমিকা রহস্যজনক। দেশের মধ্যে তাকে সর্বোচ্চ চিকিৎসা দিতে সরকার বদ্ধপরিকর। তারা চাইলে দেশের সর্বোচ্চ চিকিৎসকদের দিয়ে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হবে।
[৫] খালেদা জিয়াকে অসুস্থ রেখে রাজনৈতিক ফায়দা নিতে চায় বিএনপি বলেও মন্তব্য করেন তিনি।