শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসচালকের বিরুদ্ধে ফের কলেজছাত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ

ডেস্ক রিপোর্ট: [২] ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রী নারীদের অধিকার নিয়ে কাজ করা জাস্টিস ফর উইমেন বাংলাদেশের কাছে অভিযোগ করেছেন। বাংলাদেশে প্রতিদিন

[৩] এর আগে হাফ ভাড়া দেওয়ায় বেগম বদরুন্নেসা সরকারি কলেজের এক ছাত্রীকে বাসের চালক এবং হেলপার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয়। পরে অভিযুক্তদের আটক করে র‌্যাব।

[৪] ইডেন মহিলা কলেজের ছাত্রী বলেন, সোমবার ঢাকা কলেজে আমার পরীক্ষা ছিল। যেটি ছিল সম্মান তৃতীয় বর্ষের শেষ পরীক্ষা। পরীক্ষা শেষ করে আনসার ক্যাম্পে (মিরপুর-১) নেমে পড়ি। নামার পর রাস্তা পার হই। এসময় আমি ‘পরিস্থান পরিবহন লিমিটেড’ নামে একটি চলন্ত বাস অতিক্রম করি। রাস্তা পার হওয়ার পর আমি আইল্যান্ডে দাঁড়াই। ইতিমধ্যে বাসও আমাকে ক্রস করে। একটু পর আমার অদূরে বাসটি গতি কমিয়ে দাঁড়ায়। এসময় আমি ছাড়াও একটু দূরে একটা ছেলে ছিল। হঠাৎ বাসের চালক জানালা দিয়ে মাথা বের করে বলতে লাগলো, তোরে একা পাইলে...। চালক কয়েকবার একই কথা বলতেই লাগলো। কিছু বুঝে ওঠার আগেই বাসটি গতি বাড়িয়ে চলে গেল।

[৫] তিনি আরও বলেন, আমি বাসের নম্বরটা নোট করে রাখি। তবে এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সাহায্য নেননি। এ বিষয়ে ওই শিক্ষার্থী জানান, আমি পরীক্ষা দিয়েই ফিরছিলাম। ৯৯৯ এ কল দেওয়ার চিন্তা করেছিলাম। কিন্তু আমার কাছে মোবাইল ছিল না। পাশেও লোক ছিল না।

[৬] থানার অভিযোগ না করার বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, আমি থানায় অভিযোগ করিনি। বাসায় এসে বন্ধুদের সঙ্গে আলাপ করি। আমি বিষয়টি মেনে নিতে পারছিলাম না। আমি কোনো কিছুই ওনাকে করিনি। ভাড়া নিয়েও কিছু হয়নি। যেহেতু এ বাসে আমি যাতায়াতও করিনি। আমাদের ক্যাম্পাসের রুটেরও বাস ‘পরিস্থান’ নয়। পরে আমি নেট ঘাঁটাঘাঁটি করে ‘জাস্টিস ফর উইমেন বাংলাদেশ’র কাছে অভিযোগ করি। আমি তাদের মেসেঞ্জারে লিখিত অভিযোগ জানাই। তাদের নম্বরে ফোন করেও অভিযোগ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়