শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে ৮ দিনের কর্মসূচি বিএনপি ও অঙ্গ সংগঠনের

শিমুল মাহমুদ: [২] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল থেকে মাঠের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

[৩] বুধবার (২৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

[৪] কর্মসূচির মধ্যে রয়েছে: ২৫ নভেম্বর জাতীয়তাবাদী যুবদল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ঢাকায় এ কর্মসূচি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

[৫] ২৬ নভেম্বর সারাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আর ২৮ তারিখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে। ঢাকার কর্মসূচি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

[৬] ৩০ নভেম্বর তারিখে বিএনপি'র বিভাগীয় সমাবেশ। ১ ডিসেম্বর তারিখে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে ঢাকার সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।

[৭] ৩ ডিসেম্বর তারিখে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে সারাদেশে মানববন্ধন এর আয়োজন করা হয়েছে ঢাকার মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে নিতে হবে।

[৮] ৪ ডিসেম্বর তারিখে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকাসহ সারাদেশে মৌন মিছিল করবে, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

[৯] কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, সমস্ত কর্মসূচি ম্যাডামের স্বাস্থ্য পরিস্থিতির উপর নির্ভর করছে। এই কর্মসূচি পরিবর্তন হতে পারে।

[১০] খালেদা জিয়া ইস্যুতে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা কোনো হঠকারী কর্মসূচির মধ্যে যেতে চাই না ।

[১১] মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপি'র আহবায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়