স্পোটর্স ডেস্ক: [২] ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইপিএলের আগামী আসরের কোন চূড়ান্ত সূচি ঘোষণা না হলেও বিসিসিআই জানিয়েছে আইপিএলের ১৫ তম আসর ২০২২ সালের ২ এপ্রিল শুরু করার পরিকল্পনা করছে তারা। টুর্নামেন্টের প্রথম খেলার সম্ভাব্য ভেন্যু চেন্নাই। ক্রিকবাজ
[৩] আসছে ১৫তম আসরে ১০টি দলের অংশগ্রহণে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ১৪টি ম্যাচ যার ৭টি খলতে হবে প্রতিপক্ষের মাঠে অপর ৭টি ঘরের মাঠে।
[৪] আয়োজক কমিটি জানিয়েছে টুর্নামেন্টের স্থায়ীত্ব হতে পারে ৬০ দিনের কাছাকাছি। জুন মাসের প্রথম সপ্তাহিক ছুটির দিনে ফাইনাল ম্যাচ আয়োজন করতে আগ্রহী কর্তৃপক্ষ। সে হিসেবে জুনের ৪ অথবা ৫ তারিখ হতে পারে ফাইনাল ম্যাচ।