লিহান লিমা:[২] বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বেলারুশ পোল্যান্ডের সঙ্গে কোনো ঝামেলা চায় না কিন্তু ইউরোপিয় ইউনিয়নকে সীমান্ত থেকে ২ হাজার শরণার্থী নিতে হবে। এই সময় তিনি আরো বলেন, যদি এই সংকটের আরো অবনতি হয় তবে যুদ্ধ অবশ্যম্ভাবী।
[৩]এদিকে ইউরোপিয় ইউনিয়ন বেলারুশের ওপর শরণার্থী সংকট উস্কে দেয়ার অভিযোগ করে বলেছে, গত বছরের নির্বাচনে জালিয়াতির অভিযোগে ইইউ বোলারুশের ওপর নিষেধাজ্ঞারোপ করায় বেলারুশ এখন মধ্যপ্রাচ্যের শতশত শরণার্থীকে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া হয়ে ইইউতে ঢোকাতে চাইছে।
[৪]লুকাশেঙ্কো এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে জার্মানিসহ অন্যান্য ইইউ দেশগুলো সীমান্ত থেকে শরণার্থী গ্রহণ করার বেলারুশের অভিযোগ অস্বীকার করেছে।