শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর সন্ধান মেলেনি এখনো

সাগর আকন: [২] বরগুনার আমতলী উপজেলায় এক স্বাস্থ্যকর্মী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে । রোববার (২১ নভেম্বর) সকাল আটটার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সন্ধান পাচ্ছেনা পরিবার।

[৩] নিখোঁজ স্বাস্থ্যকর্মী জান্নাতুল ফেরদৌসি পিংকি (১৮)আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে।

[৪] জানা যায়, পিংকি আমতলী উপজেলার বেলিভিউ ডায়াগনস্টিক সেন্টারের (ল্যাব সহকারী) স্বাস্থ্যকর্মী হিবেসেব কর্মরত ছিলেন। নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় রোববার (২১ নভেম্বর) সাধারণ ডায়েরি করা হয়েছে।

[৫] জান্নাতুলের ফেরদৌসি পিংকির বাবা সোহরাব হাওলাদার বলেন, রোববার সকাল ৮টার দিকে প্রতিদিনের ন্যায় অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় জান্নাতুল। কিন্তু রাত ৯টার দিকে রুটিন মোতাবেক বাড়ি না ফেরায় আমরা মেয়ের খোঁজ খবর নেয়ার চেষ্টা করি। তার মোবাইল বন্ধ থাকায় তার কর্মস্থল বেলিভিউ ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করি। সেখান থেকে জানানো হয় বিকেল ৪টার দিকে অফিস থেকে বের হয়েছে জান্নাতুল।

[৬] তিনি আরো বলেন, ডায়াগনস্টিক সেন্টারে খোঁজ নেয়ার পর পরিবারের সবাই মিলে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল যায়গায় খোঁজ নেয়া হয়। পিংকি’র সন্ধান না পেয়ে রাতেই আমতলী থানায় একটি জিডি করা হয়। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

[৭] আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, প্রযুক্তি ব্যবহার করে জান্নাতুলের মোবাইলের অবস্থান জানার চেষ্টা করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়াও নিখোঁজের সম্ভাব্য কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়