শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর সন্ধান মেলেনি এখনো

সাগর আকন: [২] বরগুনার আমতলী উপজেলায় এক স্বাস্থ্যকর্মী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে । রোববার (২১ নভেম্বর) সকাল আটটার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সন্ধান পাচ্ছেনা পরিবার।

[৩] নিখোঁজ স্বাস্থ্যকর্মী জান্নাতুল ফেরদৌসি পিংকি (১৮)আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে।

[৪] জানা যায়, পিংকি আমতলী উপজেলার বেলিভিউ ডায়াগনস্টিক সেন্টারের (ল্যাব সহকারী) স্বাস্থ্যকর্মী হিবেসেব কর্মরত ছিলেন। নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় রোববার (২১ নভেম্বর) সাধারণ ডায়েরি করা হয়েছে।

[৫] জান্নাতুলের ফেরদৌসি পিংকির বাবা সোহরাব হাওলাদার বলেন, রোববার সকাল ৮টার দিকে প্রতিদিনের ন্যায় অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় জান্নাতুল। কিন্তু রাত ৯টার দিকে রুটিন মোতাবেক বাড়ি না ফেরায় আমরা মেয়ের খোঁজ খবর নেয়ার চেষ্টা করি। তার মোবাইল বন্ধ থাকায় তার কর্মস্থল বেলিভিউ ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করি। সেখান থেকে জানানো হয় বিকেল ৪টার দিকে অফিস থেকে বের হয়েছে জান্নাতুল।

[৬] তিনি আরো বলেন, ডায়াগনস্টিক সেন্টারে খোঁজ নেয়ার পর পরিবারের সবাই মিলে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল যায়গায় খোঁজ নেয়া হয়। পিংকি’র সন্ধান না পেয়ে রাতেই আমতলী থানায় একটি জিডি করা হয়। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

[৭] আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, প্রযুক্তি ব্যবহার করে জান্নাতুলের মোবাইলের অবস্থান জানার চেষ্টা করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়াও নিখোঁজের সম্ভাব্য কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়