শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৩:১১ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত সপ্তাহের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে নিম্নমুখিতা অব্যাহত আছে। সর্বশেষ গতকাল পণ্যটির দাম কমে সাত সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। খবর রয়টার্স।

এদিকে দাম কমলেও চাপের মধ্যে রয়েছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বাজারবিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধকে আমলে নিয়ে রাষ্ট্রীয় মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহের কথা ভাবছে জাপান। এর মধ্যেই ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে দুর্বল চাহিদার বিপরীতে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা করছেন তারা।

গতকাল নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম দশমিক ৩ শতাংশ বা ২৬ সেন্ট কমে ৭৮ ডলার ৬৩ সেন্টে স্থির হয়। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ২ শতাংশ বা ১২ সেন্ট কমে ৭৫ ডলার ৮২ সেন্টে নেমে আসে। কার্যদিবসের শুরুতে এ বাজার আদর্শের দাম ১ অক্টোবরের পর সর্বনিম্নে পৌঁছে। এর আগে গত শুক্রবার এটির দাম প্রায় ৩ শতাংশ কমেছিল।

এদিকে গত রোববার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাষ্ট্রীয় মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহ চালু করার ইঙ্গিত দেন। তিনি জানান, জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে প্রস্তুত জাপান। বাইডেন প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আপত্কালীন মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহের কথা ভাবছে দেশটির সরকার। -বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়