শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৩:১১ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত সপ্তাহের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে নিম্নমুখিতা অব্যাহত আছে। সর্বশেষ গতকাল পণ্যটির দাম কমে সাত সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। খবর রয়টার্স।

এদিকে দাম কমলেও চাপের মধ্যে রয়েছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বাজারবিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধকে আমলে নিয়ে রাষ্ট্রীয় মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহের কথা ভাবছে জাপান। এর মধ্যেই ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে দুর্বল চাহিদার বিপরীতে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা করছেন তারা।

গতকাল নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম দশমিক ৩ শতাংশ বা ২৬ সেন্ট কমে ৭৮ ডলার ৬৩ সেন্টে স্থির হয়। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ২ শতাংশ বা ১২ সেন্ট কমে ৭৫ ডলার ৮২ সেন্টে নেমে আসে। কার্যদিবসের শুরুতে এ বাজার আদর্শের দাম ১ অক্টোবরের পর সর্বনিম্নে পৌঁছে। এর আগে গত শুক্রবার এটির দাম প্রায় ৩ শতাংশ কমেছিল।

এদিকে গত রোববার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাষ্ট্রীয় মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহ চালু করার ইঙ্গিত দেন। তিনি জানান, জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে প্রস্তুত জাপান। বাইডেন প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আপত্কালীন মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহের কথা ভাবছে দেশটির সরকার। -বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়