শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৩:১১ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত সপ্তাহের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে নিম্নমুখিতা অব্যাহত আছে। সর্বশেষ গতকাল পণ্যটির দাম কমে সাত সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। খবর রয়টার্স।

এদিকে দাম কমলেও চাপের মধ্যে রয়েছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বাজারবিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধকে আমলে নিয়ে রাষ্ট্রীয় মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহের কথা ভাবছে জাপান। এর মধ্যেই ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে দুর্বল চাহিদার বিপরীতে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা করছেন তারা।

গতকাল নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম দশমিক ৩ শতাংশ বা ২৬ সেন্ট কমে ৭৮ ডলার ৬৩ সেন্টে স্থির হয়। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ২ শতাংশ বা ১২ সেন্ট কমে ৭৫ ডলার ৮২ সেন্টে নেমে আসে। কার্যদিবসের শুরুতে এ বাজার আদর্শের দাম ১ অক্টোবরের পর সর্বনিম্নে পৌঁছে। এর আগে গত শুক্রবার এটির দাম প্রায় ৩ শতাংশ কমেছিল।

এদিকে গত রোববার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাষ্ট্রীয় মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহ চালু করার ইঙ্গিত দেন। তিনি জানান, জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে প্রস্তুত জাপান। বাইডেন প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আপত্কালীন মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহের কথা ভাবছে দেশটির সরকার। -বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়