কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের উখিয়ায় র্যাব-পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন কে আটক করা হয়েছে।
[৩] সোমবার ২২ নভেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প সংলগ্ন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প-৭’র চেকপোস্টে মিজানুর রহমান নামের এক যুবক দেড় হাজার পিস ইয়াবাসহ আটক হয়।আটক মিজান কে উখিয়া থানায় সোপর্দ করা হবে বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো.নাইমুল হক সত্যতা নিশ্চিত করেন।
[৪] অপরদিকে একই সোমবার রাত ৩ টার দিকে উখিয়ার বালুখালী পূর্ব পাড়ায় অভিযান পরিচালনা করে জিয়াউল হক বাপ্পী নামের একজনকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৫’র একটি অভিযানিক দল।আটক জিয়াউল হক বাপ্পী একজন মাদক কারবারি বলে র্যাব’র প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে দাবী করা হয়।বাপ্পীর সাথে থাকা আরোও ২-৩ জন সহযোগী পালিয়ে যায় বলেও দাবী করে র্যাব।আটক বাপ্পী বালুখালীর সাবেক স্কুল শিক্ষক ফজলুল হকের ছেলে।
[৫] এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন,কক্সবাজারস্থ র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ(ল এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী।