শিরোনাম
◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান ◈ চাপ সৃষ্টি করে ভারতে বিশ্বকাপ খেলতে বাংলা‌দেশ‌কে বাধ্য করা যাবে না: ক্রীড়া উপ‌দেষ্টা ◈ লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ হলো জাবি ভর্তি পরীক্ষা

ওয়াজহাতুল ইসলাম: [২] গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ৯ নভেম্বর জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল। সোমবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় ‘এ’ ইউনিটের পঞ্চম শিফটের পরীক্ষার মাধ্যমে এবছরের ভর্তি পরীক্ষা শেষ হয়।

[৩] এবছর ১৮৮৯টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৩ লক্ষ ৮ হাজার ৬০৬ জন। মোট ৬টি অনুষদ ও ৩ টি ইনস্টিটিটের অধীনে শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতি আসনের বিপরীতে লড়েছেন ১৬৩ জন পরীক্ষার্থী। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। উক্ত ৬০ নম্বর ৮০ নম্বরে রূপান্তর করে ফলাফল প্রকাশ করা হচ্ছে। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য (www.juniv-admission.org)- ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

[৪] সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। এক বার্তায় তিনি বলেন, মহামারি করোনা উত্তরকালে ভর্তিচ্ছুদের সশরীরে উপস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ ভর্তি পরীক্ষা আয়োজন বিশ্ববিদ্যালয়ের সম্মান ও গৌরব বৃদ্ধি করেছে। উপাচার্য আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সকলের একযোগে অংশগ্রহণ এ বিশ্ববিদ্যালয়ের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হবে।

[৫] পরীক্ষায় উপস্থিতির হার কম থাকার বিষয়ে গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদ ভবনের সমন্বয়ক অধ্যাপক ড. আবেদা সুলতানা বলেন, ‘এ বছর ভর্তি পরীক্ষা তুলনামূলক শেষে অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছ ভর্তিপরীক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় পরীক্ষার্থী সংখ্যায় প্রভাব পড়েছে। পরিবহন ধর্মঘট ও আবাসিক হলে পরীক্ষার্থীদের অবস্থান করতে না দেয়ায় অনেকেই পরীক্ষা দিতে আসেনি।’

[৬] শিফট পদ্ধতি নিয়ে নানা বিতর্ক থাকলেও এ পদ্ধতিতেই এ বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যাতে বিভিন্ন ইউনিটের ফলাফলে শিফটভেদে বৈষম্য দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন ভর্তিচ্ছুরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়