শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামুতে আইন শৃংখলার অবনতি : গুলিবিদ্ধ ১

হাবিবুর রহমান : [২] সম্প্রতি রামু উপজেলায় দিন দুপুরে ডাকতি, চুরিসহ নানা অপরাধ বাড়ছে। রামুর জোয়ারিয়ানালায় রিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি কে গুলি করেছে দুর্বৃত্তরা।

[৩] শনিবার (২০ নভেম্বর) রাত দশটার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়া নালা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মেহের আলী (৫০) ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। ঘটনার পরপরই তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত এগারোটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

[৪] জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, রাতে মেহের আলী রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হামিদুল হকের বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে মেহের আলী বুকে গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান এবং পরে চমেক হাসপাতালে রেফার করা হয়।

[৫] বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। স্থানীয়রা জানিয়েছেন গুলি করার পর দুর্বৃত্তরা সোনাইছড়ি খাল পার হয়ে মৌলভীর পাড়া এলাকার দিকে পালিয়ে যায়। খবর পেয়ে রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেন পুলিশ। মেহের আলী পেশায় কৃষক। তাকে গুলি করার কারণ জানা যায়নি।

[৬] তবে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ির লোকজনের সাথে জমিজমা নিয়ে মেহের আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়