শিরোনাম
◈ যেসব এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডিসেম্বরে ঢাকা আসছেন ◈ ডিসেম্বরে এক দিন নিলেই টানা ৪ দিন ছুটি, নভেম্বরে কত দিন? ◈ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮০৩ ◈ ইভিএম বাতিল, প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক ◈ সালমান শাহ হত্যা মামলা, আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ গাজীপুরে কিশোরী ধর্ষণ: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শায়খ আহমাদুল্লাহর, প্রেমের সম্পর্ক দেখিয়ে ঘটনা হালকা করার অভিযোগ ◈ ‘নীরব কিন্তু উদাসীন নয়’: কেন ভারতের জেন-জি তরুণরা রাস্তায় নামছে না ◈ তরুণ-তরুণী যদি প্রলোভনে পড়ে সেটা শুধু প্রলোভনকারীর দোষ নয়: মিজানুর রহমান আজহারী ◈ শেখ হাসিনা পালিয়ে যাননি, যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামুতে আইন শৃংখলার অবনতি : গুলিবিদ্ধ ১

হাবিবুর রহমান : [২] সম্প্রতি রামু উপজেলায় দিন দুপুরে ডাকতি, চুরিসহ নানা অপরাধ বাড়ছে। রামুর জোয়ারিয়ানালায় রিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি কে গুলি করেছে দুর্বৃত্তরা।

[৩] শনিবার (২০ নভেম্বর) রাত দশটার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়া নালা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মেহের আলী (৫০) ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। ঘটনার পরপরই তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত এগারোটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

[৪] জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, রাতে মেহের আলী রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হামিদুল হকের বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে মেহের আলী বুকে গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান এবং পরে চমেক হাসপাতালে রেফার করা হয়।

[৫] বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। স্থানীয়রা জানিয়েছেন গুলি করার পর দুর্বৃত্তরা সোনাইছড়ি খাল পার হয়ে মৌলভীর পাড়া এলাকার দিকে পালিয়ে যায়। খবর পেয়ে রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেন পুলিশ। মেহের আলী পেশায় কৃষক। তাকে গুলি করার কারণ জানা যায়নি।

[৬] তবে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ির লোকজনের সাথে জমিজমা নিয়ে মেহের আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়