স্পোর্টস ডেস্ক: [২] আইসিসির স্থায়ী প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হলেন জিওফ অ্যালার্ডিস। এই পদে ৮ মাস অ্যালার্ডিস অন্তর্বতীকালীন দায়িত্বে ছিলেন। রোববার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
[৩] প্রাক্তন প্রথম-শ্রেণির ক্রিকেটার অ্যালার্ডিস ছিলেন আইসিসি মহাব্যবস্থাপক। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়েও একই কাজে নিযুক্ত ছিলেন তিনি।
[৪] আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, আমি খুবই আনন্দিত, কারণ জিওফ আইসিসির প্রধান নির্বাহী পদে স্থায়ীভাবে বসার জন্য রাজি হয়েছে। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সফলভাবে শেষ করার ব্যাপারে সে তার নেতৃত্বগুণ দেখিয়েছে। কাজটা বেশ চ্যালেঞ্জিং ছিলো।
[৫] দায়িত্ব গ্রহণ করে জিওফ অ্যালার্ডিস বলেছেন, আইসিসির সিইও হিসাবে নিযুক্ত হওয়া একটি বড় সুযোগ এবং আমি গ্রেগ এবং আইসিসি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই খেলাধুলায় নেতৃত্ব দেওয়ার সুযোগের জন্য যখন আমরা একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্যায়ে প্রবেশ করছি। আমার ক্রমাগত মনোযোগ থাকবে খেলাটিকে এগিয়ে নেওয়া এবং সদস্যদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা। আমি গত আট মাসে তাদের প্রতিশ্রুতি এবং সমর্থনের জন্য আইসিসি কর্মীদের ধন্যবাদ জানাতে চাই। আইসিসি, ক্রিকবাজ