নিজস্ব প্রতিবেদক: [২] খেলার মাঝে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানার করা হয়েছে পাকিস্তানি পেসার হাসান আলিকে। বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানকে আউট করার পর ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন করেছিলেন পাকিস্তানের পেসার।
[৩] গত শুক্রবার মিরপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ১৭তম ওভারে দারুণ এক ডেলিভারিতে সোহানকে উইকেটরক্ষকের ক্যাচ বানান হাসান। তারপর বাংলাদেশি তরুণকে মাঠ থেকে বেড়িয়ে যাওয়ার ইঙ্গিত করেন। আর এই বিষয়টিকে লেভেল-১ অপরাধ মনে করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
[৪] শনিবার আইসিসির পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে হাসানকে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে। সম্পাদনা: রাহুল রাজ।