শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ১২:৪৩ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আত্মীয়ের বাড়ি বেড়াতে যান ঝামেলা করবেন না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের জেলা প্রশাসক

 নিউজ ডেস্ক: যেসব চেয়ারম্যান পদপ্রার্থীরা এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাঁদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে অথবা চুপচাপ ঘরে থাকতে বলেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক। ঝামেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

শনিবার সকালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ওই ‘জনপ্রতিনিধিদের’ উদ্দেশে এ হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।

কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, যারা এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাঁরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। নইলে ঘরে চুপচাপ বসে থাকুন। এরা বা কেউ কারও পক্ষের হয়ে অযথা ঝামেলা করার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে জেলা ও উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া জেরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহা. আ. ছালেক, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার ও থানার অফিসার্স ইনচার্জ মুহা. মাহফুজুর রহমান মিয়া।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন পালের সঞ্চালনায় মতবিনিময় সভাতে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও পুরুষ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন।

আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ও কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়