শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘমেয়াদী কোভিডে ভুগছে বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ: গবেষণা

লিহান লিমা: [২] বিশ্ব যখন প্রাণঘাতী কোভিড মহামারী কাটিয়ে ওঠার চেষ্টা করছে তখন নতুন গবেষণায় দেখা গিয়েছে কিভাবে কোভিড বিশ্বজুড়ে শতশত মানুষের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী কোভিড পরবর্তী সাধারণ লক্ষ্মণগুলো হলো ক্লান্তি, শ্বাসকষ্ট, ব্যাথা, উদ্বেগ, হতাশা এবং পেটের উপসর্গ।

[৩] ১৭টি দেশের ওপর চালানো ৪০টি গবেষণা বিশ্লেষন করে মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, প্রায় ৪০ ভাগ মানুষ কোভিড পরবর্তী অসুখে আক্রান্ত হয়েছে, অর্থাৎ লং কোভিড। অন্যদিকে যে সব মানুষ একবার কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের দীর্ঘমেয়াদী কোভিড পরবর্তী জটিলতায় ভোগার সম্ভাবনা ৫৭ শতাংশ।

[৪] গবেষকরা বলেছেন, বিশ্বব্যাপী ২৩৭ মিলিয়ন কোভিড সংক্রমণের ওপর ভিত্তি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করছে প্রায় ১০০ মিলিয়ন ব্যক্তি কোভিডের দীর্ঘমেয়াদী জটিলতায় ভুগছেন।

[৫] সমীক্ষা আরো দেখা গেছে, নারীদের ক্ষেত্রে এই হার ৪৯ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ৩৭ শতাংশ। এশিয়ায় কোভিড পরবর্তী দীর্ঘমেয়াদী জটিলতায় ভোগার হার ৪৯ শতাংশ, ইউরোপে ৪৪ শতাংশ এবং উত্তর আমেরিকায় ৩৯ শতাংশ।

[৬] সেপ্টেম্বরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে চালানো এক গবেষণায় দেখা গিয়েছে, কোভিড থেকে সেরে ওঠার তিন থেকে ছয় মাস পরও তিন জনের মধ্যে একজনের দীর্ঘমেয়াদী কোভিডের উপসর্গ দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়