শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘমেয়াদী কোভিডে ভুগছে বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ: গবেষণা

লিহান লিমা: [২] বিশ্ব যখন প্রাণঘাতী কোভিড মহামারী কাটিয়ে ওঠার চেষ্টা করছে তখন নতুন গবেষণায় দেখা গিয়েছে কিভাবে কোভিড বিশ্বজুড়ে শতশত মানুষের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী কোভিড পরবর্তী সাধারণ লক্ষ্মণগুলো হলো ক্লান্তি, শ্বাসকষ্ট, ব্যাথা, উদ্বেগ, হতাশা এবং পেটের উপসর্গ।

[৩] ১৭টি দেশের ওপর চালানো ৪০টি গবেষণা বিশ্লেষন করে মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, প্রায় ৪০ ভাগ মানুষ কোভিড পরবর্তী অসুখে আক্রান্ত হয়েছে, অর্থাৎ লং কোভিড। অন্যদিকে যে সব মানুষ একবার কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের দীর্ঘমেয়াদী কোভিড পরবর্তী জটিলতায় ভোগার সম্ভাবনা ৫৭ শতাংশ।

[৪] গবেষকরা বলেছেন, বিশ্বব্যাপী ২৩৭ মিলিয়ন কোভিড সংক্রমণের ওপর ভিত্তি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করছে প্রায় ১০০ মিলিয়ন ব্যক্তি কোভিডের দীর্ঘমেয়াদী জটিলতায় ভুগছেন।

[৫] সমীক্ষা আরো দেখা গেছে, নারীদের ক্ষেত্রে এই হার ৪৯ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ৩৭ শতাংশ। এশিয়ায় কোভিড পরবর্তী দীর্ঘমেয়াদী জটিলতায় ভোগার হার ৪৯ শতাংশ, ইউরোপে ৪৪ শতাংশ এবং উত্তর আমেরিকায় ৩৯ শতাংশ।

[৬] সেপ্টেম্বরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে চালানো এক গবেষণায় দেখা গিয়েছে, কোভিড থেকে সেরে ওঠার তিন থেকে ছয় মাস পরও তিন জনের মধ্যে একজনের দীর্ঘমেয়াদী কোভিডের উপসর্গ দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়