শিরোনাম
◈ জনসমাগমে থমকে মহাসড়ক: নারায়ণগঞ্জ অংশে দীর্ঘ যানজট ◈ বিমানবন্দর থেকে পূর্বাচলে পথে তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘমেয়াদী কোভিডে ভুগছে বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ: গবেষণা

লিহান লিমা: [২] বিশ্ব যখন প্রাণঘাতী কোভিড মহামারী কাটিয়ে ওঠার চেষ্টা করছে তখন নতুন গবেষণায় দেখা গিয়েছে কিভাবে কোভিড বিশ্বজুড়ে শতশত মানুষের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী কোভিড পরবর্তী সাধারণ লক্ষ্মণগুলো হলো ক্লান্তি, শ্বাসকষ্ট, ব্যাথা, উদ্বেগ, হতাশা এবং পেটের উপসর্গ।

[৩] ১৭টি দেশের ওপর চালানো ৪০টি গবেষণা বিশ্লেষন করে মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, প্রায় ৪০ ভাগ মানুষ কোভিড পরবর্তী অসুখে আক্রান্ত হয়েছে, অর্থাৎ লং কোভিড। অন্যদিকে যে সব মানুষ একবার কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের দীর্ঘমেয়াদী কোভিড পরবর্তী জটিলতায় ভোগার সম্ভাবনা ৫৭ শতাংশ।

[৪] গবেষকরা বলেছেন, বিশ্বব্যাপী ২৩৭ মিলিয়ন কোভিড সংক্রমণের ওপর ভিত্তি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করছে প্রায় ১০০ মিলিয়ন ব্যক্তি কোভিডের দীর্ঘমেয়াদী জটিলতায় ভুগছেন।

[৫] সমীক্ষা আরো দেখা গেছে, নারীদের ক্ষেত্রে এই হার ৪৯ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ৩৭ শতাংশ। এশিয়ায় কোভিড পরবর্তী দীর্ঘমেয়াদী জটিলতায় ভোগার হার ৪৯ শতাংশ, ইউরোপে ৪৪ শতাংশ এবং উত্তর আমেরিকায় ৩৯ শতাংশ।

[৬] সেপ্টেম্বরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে চালানো এক গবেষণায় দেখা গিয়েছে, কোভিড থেকে সেরে ওঠার তিন থেকে ছয় মাস পরও তিন জনের মধ্যে একজনের দীর্ঘমেয়াদী কোভিডের উপসর্গ দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়