শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘমেয়াদী কোভিডে ভুগছে বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ: গবেষণা

লিহান লিমা: [২] বিশ্ব যখন প্রাণঘাতী কোভিড মহামারী কাটিয়ে ওঠার চেষ্টা করছে তখন নতুন গবেষণায় দেখা গিয়েছে কিভাবে কোভিড বিশ্বজুড়ে শতশত মানুষের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী কোভিড পরবর্তী সাধারণ লক্ষ্মণগুলো হলো ক্লান্তি, শ্বাসকষ্ট, ব্যাথা, উদ্বেগ, হতাশা এবং পেটের উপসর্গ।

[৩] ১৭টি দেশের ওপর চালানো ৪০টি গবেষণা বিশ্লেষন করে মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, প্রায় ৪০ ভাগ মানুষ কোভিড পরবর্তী অসুখে আক্রান্ত হয়েছে, অর্থাৎ লং কোভিড। অন্যদিকে যে সব মানুষ একবার কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের দীর্ঘমেয়াদী কোভিড পরবর্তী জটিলতায় ভোগার সম্ভাবনা ৫৭ শতাংশ।

[৪] গবেষকরা বলেছেন, বিশ্বব্যাপী ২৩৭ মিলিয়ন কোভিড সংক্রমণের ওপর ভিত্তি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করছে প্রায় ১০০ মিলিয়ন ব্যক্তি কোভিডের দীর্ঘমেয়াদী জটিলতায় ভুগছেন।

[৫] সমীক্ষা আরো দেখা গেছে, নারীদের ক্ষেত্রে এই হার ৪৯ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ৩৭ শতাংশ। এশিয়ায় কোভিড পরবর্তী দীর্ঘমেয়াদী জটিলতায় ভোগার হার ৪৯ শতাংশ, ইউরোপে ৪৪ শতাংশ এবং উত্তর আমেরিকায় ৩৯ শতাংশ।

[৬] সেপ্টেম্বরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে চালানো এক গবেষণায় দেখা গিয়েছে, কোভিড থেকে সেরে ওঠার তিন থেকে ছয় মাস পরও তিন জনের মধ্যে একজনের দীর্ঘমেয়াদী কোভিডের উপসর্গ দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়