শিরোনাম

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১০:৩৭ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ববি ফিশারের সঙ্গে দাবাও খেলেছিলেন কিউবার রাষ্ট্রনায়ক ফিদেল কাস্ত্রো

স্পোর্টস ডেস্ক: [২] অনেক কঠিন পথ অতিক্রম করে হয়েছিলেন কিউবার রাষ্ট্রনায়ক। সেই ফিদেল কাস্ত্রোর খেলাধুলার প্রতি ছিল গভীর প্রেম। কিউবাকে খেলাধুলায় এগিয়ে নিয়ে যেতে কাস্ত্রোর অবদান অস্বীকার করা যাবে না।

[৩] ১৯৬৬ সাল। সেবার কিউবার হাভানায় দাবা অলিম্পিয়াডের আসর বসেছিল। বিশ্বের তখনকার সেরা দাবা খেলোয়াড়রা হাজির ছিলেন ওখানে। ট্রেডমার্ক গাল ভরা দাড়ি। মাথায় টুপি। দাবা বোর্ডের সামনে বসে আছেন ফিদেল কাস্ত্রো। আর উল্টোদিকে দাঁড়িয়ে চাল দিচ্ছেন কে? ববি ফিশার। অবশ্য ববি ফিশার তখনও বিশ্বচ্যাম্পিয়ন হননি। খেলাটা অবশ্য ফিশারের বিরুদ্ধে কাস্ত্রোর ছিল না।

[৪] কাস্ত্রো খেলছিলেন মেক্সিকোর তরুণ খেলোয়াড় ফিলিবার্তো তেরাজাসের সঙ্গে। খেলা কয়েক চাল এগোতেই কাস্ত্রোকে পরামর্শ দিতে শুরু করেন তখনকার বিশ্বচ্যাম্পিয়ন টাইগ্রান পেট্রোসিয়ান। এটা দেখে তেরাজাসের পাশে দাঁড়িয়ে পড়েন ফিশার। শুরু করেন তেরাজাসকে পরামর্শ দিতে। এক সময় চালও দিতে শুরু করেন ববি ফিশার।

[৫] শেষমেশ কালো ঘুঁটি নিয়ে খেলাটি জিতেছিলেন কাস্ত্রো। আরও অনেক তারকার সঙ্গেও ওই সময় ফিদেল কাস্ত্রো দাবা খেলেছিলেন। টাইগ্রান পেট্রোসিয়ানের সঙ্গে একটি খেলা ড্রও করেছিলেন কাস্ত্রো। এখানেই শেষ নয়। কিউবার জননেতাকে নানা সময় নানা জায়গায় দাবা খেলতে দেখা গেছে। - আজকাল,

  • সর্বশেষ
  • জনপ্রিয়