শিরোনাম
◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৯:২৬ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে টিকটক বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

মোশতাক আহমেদ: [২] নারায়ণগঞ্জে ৩তলা ভবনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে জেলার পাইকপাড়া জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পিছনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আবাসনের জন্য নির্মানাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

[৪] শুক্রবার রাত ১০টার দিকে আনিল (১৪) এর লাশ বাড়িতে আনা হয়। সে পাইকপাড়া ভূতের গলি এলাকার নুরু মিয়ার ছেলে এবং একই এলাকার কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

[৫] আনিলের স্বজনরা তার ছাদ থেকে পড়ে মৃত্যুর বিষয়টি গোপন রাখেন। পরে লাশ নিয়ে আসার পর এলাকাবাসী বিষয়টি জানতে পারেন।

[৬] জানাগেছে, একই দিন শুক্রবার বিকেলে পাইকপাড়া জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পিছনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আবাসনের জন্য নির্মানাধীন ভবনে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। আনিল ছাদ থেকে পড়ে যাওয়ার পর তার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় আনিলকে প্রথমে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা আঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে ঢাকা মেডিকেল নেয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৭] এলাকাবাসী জানান, আনিল এলাকায় টিকটকার হিসেবে বেশ পরিচিত। সে নিয়মিত এলাকার অলিতে গলিতে ও বিভিন্ন বাড়ির ছাদে উঠে টিকটক ভিডিও বানিয়ে তার আইডিতে আপলোড করতো। তার আইডিতে পাঁচ শতাধিক ফলোয়ার ও শতাধিক ভিডিও রয়েছে।

[৮] সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান বলেন, এ ধরণের কোনো খবর আমার জানা নেই। কেউ থানায়ও অভিযোগ করেনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়