শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০১:২২ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ভারতের

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ভারতের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের লক্ষ্য ১৬ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে জিতে নেয় রোহিত শর্মার ভারত। সে সঙ্গে তিন ম্যাচের সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জিতে নেয় রোহিত শর্মারা।

আজ রাঁচিতে অনুষ্ঠিত হয় সিরিজের দ্বিতীয় ম্যাচ। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপসরা। মার্টিন গাপটিল করেন ৩১ রান। গ্লেন ফিলিপস করেন সর্বোচ্চ ৩৪ এবং ড্যারিল মিচেল করেন ৩১ রান। মার্ক চাপম্যানের ব্যাট থেকে আসে ২১ রান।

ভারতীয় বোলার হার্শাল প্যাটেল নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, দিপক চাহার, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন।

জবাব দিতে নেমে ম্যাচ জয়ের মূল কাজটা করে দেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। দু’জনের ব্যাটেই গড়ে ওঠে ১১৭ রানের জুটি। ৪৯ বলে ৬৫ রান করেন লোকেশ রাহুল। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি।

তবে, কিউই বোলারদের ওপর নির্দয় ছিলেন রোহিত শর্মা। ৩৬ বলে ৫৫ রান করেন তিনি। ৫টি ছক্কার মার মারেন তিনি। বাউন্ডারি মারেন ১টি। সুর্যকুমার যাদব ১ রান করে আউট হন। শেষ দিকে বেঙ্কটেশ আয়ার এবং রিশাভ পান্ত অপরাজিত থেকে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।দু’জনই অপরাজিত ছিলেন সমান ১২ রান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়