সনতচক্রবর্ত্তী : [২] জেলার আলফাডাঙ্গায় (২৩ ডিসেম্বর ) ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
[৩] পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
[৪] আলফাডাঙ্গার থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান,উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- ৩৫টি ঢাল, ১টি রামদা, ২৫টি বল্লম উদ্ধার করা হয়েছে।
[৫] তিনি আরও বলেন, আগামী ২৩ ডিসেম্বর আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ