সাজিয়া আক্তার: [২] আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পাল্টে পুরুষ ও মহিলাবিষয়ক মন্ত্রণালয় করার দাবি জানিয়েছে জাতীয় পুরুষ সংস্থা। এনবি নিউজ বা্ংলা২৪
[৩] সংস্থার সভাপতি জসিম উদ্দিন রাজা বলেন, মহিলা ও শিশু মন্ত্রণালয়কে সংশোধন করে পুরুষ ও মহিলাবিষয়ক মন্ত্রণালয় করতে হবে। মিথ্যা মামলা প্রমাণ হওয়ার পর ভিকটিমকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রের। ‘মোহরানার নামে অতিরিক্ত মোহর ধার্য করা বন্ধ করা, স্বামীর অধীনে না থেকে খোরপোষ আদায় বন্ধ করা, জাতীয় পুরুষ কমিশন গঠন করা, পুরুষের স্বাস্থ্য সুরক্ষায় নজর দেয়া, পুরুষের প্রতি সকল ধরনের বৈষম্যমূলক কর্মকাণ্ড বন্ধ করে সকল পুরুষ সংগঠনকে মন্ত্রণালয়ের অধিভুক্ত করতে হবে।’
[৪] মানববন্ধনে বক্তারা সব পুরুষের কর্মসংস্থান নিশ্চিত করাসহ নারী নির্যাতন দমন আইন সংশোধন করে যুগোপযোগী করার দাবি জানান।