জেরিন আহমেদ: [২] শুক্রবার দুপুরে উপজেলার রাহেলা ও কৈলাক গ্রামের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে। ডিবিসি টিভি
তাৎক্ষণিকভাবে নিহতের কোনো পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, রাহেলা ও কৈলাক গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। এর জেরে বাদ জুমা দুই গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত।
খবর পেয়ে দুপক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যুগান্তর অনলাইন