শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অরুণাচলে চীনের দ্বিতীয় ছিটমহল বানানোর চিত্র ধরা পড়লো স্যাটেলাইটে

নিউজ ডেস্ক: [২] ভারতের অরুণাচল প্রদেশে চীন অন্তত ৬০টি পাকা বাড়ি বানিয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া চিত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি এই খবর জানায়।

[৩] এনডিটিভির হাতে আসা স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, অরুণাচল প্রদেশে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের গায়েই ৬০টি পাকা ভবন নির্মাণ করেছে চীন। ভারতের সীমান্তের মধ্যে প্রায় ৬ কিলোমিটারের মধ্যে রয়েছে সেই ভবনগুলো।

[৪] এ ব্যাপারে এনডিটিভি প্রশ্ন করা হলে ভারতীয় সেনাবাহিনী জানায়, ওই ভবনগুলো চীনের ভূখণ্ডে অবস্থিত। তবে এ ব্যাপারে চীনের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

[৫] এদিকে, সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদন বলা হয়েছে, অরুণাচল প্রদেশের চীনের এলাকায় রেললাইন পাতার পরিকল্পনা করেছে জিনপিং সরকার।

[৬] প্রসঙ্গত, সম্প্রতি এ নিয়ে অরুণাচলে দ্বিতীয়বারের মতো চীনা স্থাপনা নির্মাণের খবর পাওয়া গেলো। কয়েকদিন আগেই স্যাটেলাইট থেকে পাওয়া চিত্রের বরাত দিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক রিপোর্টে বলা হয়েছিলো অরুণাচল সীমান্তে একটি আস্ত গ্রাম বানিয়েছে চীন। ভারতের এক পুলিশ কর্মকর্তা দাবি করেছিলেন চীনের ওই গ্রামে কোনো বেসামরিক মানুষ থাকেন না, সেটি আসলে চীনের স্থায়ী সেনাশিবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়