ফরহাদ হোসেন: [২] বুধবার এ ভোলা পৌর শহরের গাজীপুর রোড এলাকায় ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন হয়।
[৩] বর আনোয়ারুল আজিম ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে কম্পিউটার অপারেটর পদে কর্মরত। তিনি ভোলা পৌরসভা ২নং ওয়ার্ড গাজীপুর রোড এলাকার মো. আকবর হোসেনের ছেলে।
[৪] কনে ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ইরা। তিনি সদর উপজেলার ছোট আলগী গ্রামের ব্যবসায়ী লোকমান মিয়ার মেয়ে।
[৫] বর আনোয়ারুল আজিম বলেন, পালকিটা মূলত গ্রাম বাংলার ঐতিহ্য। আমার জন্মের পর থেকে কখনো বিয়েতে বাহন হিসেবে পালকি ও ঘোড়ার ব্যবহার দেখিনি। সেই ছোটবেলা থেকেই মনের মধ্যে একটা শখ জমে।
[৬] বরের মা বিবি ফাতেমা বলেন, আমরা ছেলের আবদার রাখার চেষ্টা করেছি। সম্পাদনা : মুরাদ হাসান