মাজহারুল ইসলাম: [২] পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে গ্যালারিতে দর্শক ফেরাচ্ছে বিসিবি। তবে ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি টিকিট দেওয়া হবে না। করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই খেলা দেখার সুযোগ পাবেন। ঢাকা পোস্ট
[৩] শুধুমাত্র মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৯নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি হলেও ১টির বেশি টিকিট দেওয়া হচ্ছে না। সকাল ৯টায় থেকে শুরু হয় টিকিট বিক্রি। তবে ৯টায় থেকে টিকিট বিক্রি শুরু হলেও সকাল ৬টা থেকে অপেক্ষায় থাকেন সমর্থকরা। যদিও টিকিট বিক্রয়ের ধরন নিয়ে অভিযোগ আছে।
[৪] সমর্থকদের দাবি, ১টির বেশি টিকিট দেওয়া হচ্ছে না। তারা প্রত্যাশা করেছিলেন, একজন অন্তত ২টি টিকিট কিনতে পারবেন। টিকিট বুথ ১টি হওয়ায় টিকিট প্রত্যাশীদের লাইন ক্রমেই বড় হচ্ছে।