স্পোর্টস ডেস্ক: [২] ভারতীয় ক্রিকেট দলের কোচিং দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়ের কাঁধে। রবি শাস্ত্রীর পর টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল। তার নিয়োগের পর গতকাল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। শাস্ত্রীর নেতৃত্বে টিম ইন্ডিয়া দারুণ সাফল্য পেয়েছে। তবে আইসিসির কোনও শিরোপা জিততে পারেনি দলটি। রাহুলের আগমনে টিম ইন্ডিয়ার কাছে এখন অনেক প্রত্যাশা রয়েছে।
[৩] ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারও মনে করেন রাহুল দ্রাবিড় ভারতীয় দলে নতুন মাত্রা যোগ করবেন। প্রাক্তন অভিজ্ঞ গাভাস্কার আত্মবিশ্বাসী যে রাহুল দ্রাবিড় যেভাবে দেশের হয়ে ব্যাট করেছেন ঠিক সেভাবে ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে নিজের ভূমিকা পালন করবেন। - হিন্দুস্তানটাইমস, সম্পাদনা : এল আর বাদল