শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ ◈ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি ◈ চট্টগ্রাম ইপিজেডে আগুনে ধসে পড়ছে কারখানার ভবন (ভিডিও) ◈ অর্থ ফেরত এলে ব্যাংকিং খাত আরও স্থিতিশীল হবে’ — গভর্নর আহসান এইচ মনসুর ◈ নারী বিশ্বকা‌পে বাংলাদেশ‌কে ১০ উই‌কে‌টে হা‌রা‌লো অ‌স্ট্রেলিয়া ◈ বাজেট সংকটে কঙ্গো মিশন থেকে বাংলাদেশ পুলিশের শেষ কন্টিনজেন্ট প্রত্যাহার

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঈন চৌধুরী: আমার পড়া, জানা আর বিভ্রান্তি

মঈন চৌধুরী
আমার ব্যক্তিগত লাইব্রেরীতে প্রায় নয় হাজার বই আছে। বইগুলোর মাঝে আছে সাহিত্য, দর্শন, নন্দনতত্ত¡, বিজ্ঞান আর অন্যান্য বিষয়ভিত্তিক প্রকাশনা। আমি গত পঞ্চাশ বছরে ৮৫ শতাংশ বই পড়েছি, আর যে ১৫ শতাংশ বই পড়া হয়নি তার মাঝে আছে রেফারেন্স বই আর ভালো না লাগা বইগুলো। বিভিন্ন রকম বিষয়ের বই আর তত্ত¡ পড়ার ফলে আমার মনে একধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যাকে সহজ ভাষায় ‘আওলা-ঝাওলা’ ভাব বলা যায়। বিষয়টি আমি একটু বুঝিয়ে বলি। আমি নিজে মুক্তমনা আর যুক্তিবাদী, কিন্তু কোয়ান্টাম ফিজিক্স বা কসমোলজি পড়ার কোনো একপর্যায়ে গিয়ে আমি অধিবিদ্যাজাত চিন্তার পাল্লায় পড়ি। দেকার্ত বা শোপেনহাওয়ারের অধিবিদ্যাজাত দর্শন পড়ার পর যুক্তিবাদী দেরিদা, হাইডেগার, ফুকো, লাকা প্রমুখের মাঝেও আমি অধিবিদ্যা খুঁজে পাই। যুক্তিবাদী চিন্তার সঙ্গে অধিবিদ্যার সংঘাত আমায় কাছে ভালো লাগছে না।

আরেকটা বিষয় নিয়ে আমি ‘আওলা-ঝাওলা’ হয়ে আছি। আমাদের বা বাংলাদেশ-ভারতের দর্শন ও সাহিত্যচিন্তায় আমি পশ্চিমের দর্শন আর তত্ত¡কেই খুঁজে পাই বোশ। আমরা কথায় কথায় সক্রেটিস, রাসেল, মুর, দেরিদা, ফুকো, লাকা প্রমুখের নাম আওড়াই, কিন্তু পানিনি, পতঞ্জলি, দিংনাগ, নাগেশ ভট্ট, মন্ডন মিশ্র প্রমুখের তত্ত¡ ধারণা এবং আমাদের লোকজ দর্শনকে আমরা জানিই না। এমন হওয়া কি উচিত? আমাদের কবিতার কাব্যতত্ত¡ কি পশ্চিমের তত্ত¡ মেনেই চলবে? উপন্যাসের বেলাও কি হবে তাই? এসব চিন্তা নিয়ে আমি ‘আওলা-ঝাওলা’ হয়ে যাই। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা আমি জানি। আমার বেলায়ও হয়তো তাই হয়েছে। আমি বন্ধুদের বলবো তাদের চিন্তা শেয়ার করে আমাকে সাহায্য করতে। Mayeen Chowdhury’র ফেসবুক ওয়ালে লেখাটি পডুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়