মোস্তফা কামরুল: [২] চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ে আলোচিত ব্যবসায়ী এনামুল হক হত্যা মামলার পরোয়ানাভূক্ত আসামি জামাল (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ নভেম্বর দিবাগত রাতে ফটিকছড়ি থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার দক্ষিণ পাইন্দং গ্রামের মানশাহ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে।
[৩] বিগত ২০১৪ সালের ৬ জুন জায়গা-জমির বিরোধের জেরে দক্ষিণ পাইন্দং গ্রামের মৃত ছালেহ আহমদের চতুর্থ ছেলে বিবিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হককে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করে একই এলাকার মৃত আবুল কালামের ছেলে জামাল। পরে দু'বছর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২০১৬ সালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ব্যবসায়ী এনামুল হক। ঘটনার দিন নিহতের বড় ভাই শামসুল আলম বাদী হয়ে ৫ জনকে সুনির্দিষ্ট ও ১০ জনকে অজ্ঞাত আসামি করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
[৪] এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি রবিউল হোসেন বলেন, 'আলোচিত ব্যবসায়ী হত্যা মামলার পরোয়ানাভূক্ত আসামি জামালকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।সম্পাদনা: শান্ত মজুমদার