আবুল কালাম: [২] পাবনার ভাঙ্গুড়ায় আইরুন নেছা (৬২) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগে উঠেছে তার আপন মেয়ে জামাই রবিউল ইসলাম রবির (৩৪) বিরুদ্ধে। এ ঘটনায় রেবেকা নামের একজনকে আটক করেছে পুলিশমঙ্গলবার দুপুরে মারধরের ঘটনা ঘটলেও দিবাগত রাত তিনটার দিকে মারা যান।
[৩] বুধবার সকালে মরদেহ উদ্ধার করে। দুপুরে নিহতের ছেলে বাদি হয়ে অভিযুক্তদের নামে হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত বৃদ্ধা উপজেলার খানমরিচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত আইয়ুবের স্ত্রী।
[৪] নিহতের ভাই আবু সামা জানান, প্রায় চার বছর আগে রবিউলের সাথে তার বোনের বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই বোন ও তার জামাই শ্বশুর বাড়িতেই থাকতো। গত আট মাস আগে রবিউল তার বোনকে ও একটি কন্যা সন্তান রেখে নিজ গ্রাম একই উপজেলার পাইকপাড়ায় চলে যায়। এরপর থেকে সে তার স্ত্রী ও কন্যার কোনো খোঁজ খবর নিতো না।
[৫] এ অবস্থায় মঙ্গলবার দুপুরে আইরুন নেছা উপজেলার চন্ডিপুর বাজারে ১০টাকা কেজি চাল সংগ্রহ করতে যায়। সেখানে রবিউলের সাথে তার দেখা হলে রবিউল তাকে কথা বলার জন্য তার নিজ বাড়িতে ডেকে নেয়। সেখানে তার সাথে আইরুন নেছার তর্ক হলে তিনি শ্বাশুরীকে মারধর শুরু করেন।
[৬] এসময় তার সাথে যোগ দেন অভিযুক্তের মা ও বোন রেবেকা খাতুন (৩৩)। মারধরে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী তারাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে বৃদ্ধা মারা যায়।
[৭] ভাগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা:শান্ত মজুমদার