শিমুল মাহমুদ: [২] সিসিইউ’তে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের এ কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
[৩] বুধবার দুপুর দেড়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ঢুকেন তিনি। পৌনে দুইটায় হাসপাতাল থেকে বের হন।
[৪] খালেদা জিয়া সিসিইউতে আছেন জানিয়ে মান্না বলেন, সেখানে এরকম একজন রোগীকে দেখতে যাওয়া দুরূহ। তবে ডা. এজেডএম জাহিদ হোসেনের সাথে আমি কথা বলে যা বুঝেছি, তাতে বেগম খালেদা জিয়ার যেরকম চিকিৎসা দরকার-ওখানে সেরকম সুযোগ নেই।
[৫] খালেদা জিয়াকে সুস্থ করতে ডাক্তাররা সার্বক্ষণিক চেষ্টা করছেন জানিয়ে মান্না বলেন, রোগীর উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আর সরকার বলছেন, তারা মানবিক। কিন্তু এই কি মানবিকের নমুনা ? কোনো ডাক্তার ছাড়াও একজন সাধারণ নাগরিকও মনে করবে না যে, এরকম গুরুত্বপূর্ণ রোগীকে এভাবে চিকিৎসা করতে হচ্ছে ?
[৬] তারা ওবায়দুল কাদেরের জন্য বিদেশ থেকে ডাক্তার এনে বিমানে করে বিদেশে পাঠালেন। রাষ্ট্রপতি গেলেন। প্রধানমন্ত্রীও চিকিৎসা করালেন। আর উনার (খালেদা জিয়া) জন্য এত বাধা ? মান্না বলেন, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান জানাবো, সকল রাজনৈতিক দল, সামাজিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দেরা সরকারের ওপর এমনভাবে চাপ তৈরি করুন- যাতে তারা বাধ্য হয়ে খালেদা জিয়াকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেন।