নিউজ ডেস্ক: বাড়িতে চোখের সামনে বাবার লাশ! চারদিকে কান্নার মাতম। এরই মধ্যে চোখে জল নিয়ে পরীক্ষার হলে যেতে হলো ছেলেকে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাঁই গ্রামের শাহ মোহাম্মদ উদয় হাকিমকে এভাবেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে হলো।
স্বজনরা জানান, মঙ্গলবার সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল উদয়। এ সময় তার বাবা শাহ আজহারুল হক (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান।
বাড়িতে দেখা দেয় কান্নার মাতম। কান্নায় ভেঙে পড়েন উদয়। তবে এ অবস্থাতেই বাবার লাশ রেখে সকাল ৯টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন তিনি। উদয় তাহেরা নূর হাইস্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
এ দিন উদয়ের রসায়ন পরীক্ষা ছিল। সহপাঠী আর স্বজনদের উৎসাহে কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যায় সে। তড়িঘড়ি করে পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরেন ওই শিক্ষার্থী। পরে বাবার জানাজা সম্পন্ন হয়।
তাহেরা নূর হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ কুমার সাহা জানান, পরীক্ষার্থী উদয়ের বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা মর্মাহত। তার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে আজকের রসায়ন পরীক্ষা দেওয়ার জন্য সান্ত্বনা ও সাহস জুগিয়েছি। - সময় নিউজ