শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষা হলে ছেলে

নিউজ ডেস্ক: বা‌ড়ি‌তে চো‌খের সামনে বাবার লাশ! চার‌দি‌কে কান্নার মাতম। এরই ম‌ধ্যে চো‌খে জল নি‌য়ে পরীক্ষার হ‌লে যে‌তে হ‌লো ছে‌লে‌কে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কি‌শোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাঁই গ্রামের শাহ মোহাম্মদ উদয় হা‌কিম‌কে এভা‌বেই এসএস‌সি পরীক্ষায় অংশ নি‌তে হ‌লো।

স্বজনরা জানান, মঙ্গলবার সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল উদয়। এ সময় তার বাবা শাহ আজহারুল হক (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান।

বাড়ি‌তে দেখা দেয় কান্নার মাতম। কান্নায় ভে‌ঙে প‌ড়েন উদয়। ত‌বে এ অবস্থা‌তেই বাবার লাশ রেখে সকাল ৯টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন তি‌নি। উদয় তাহেরা নূর হাইস্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

এ দিন উদয়ের রসায়ন পরীক্ষা ছিল। সহপাঠী আর স্বজনদের উৎসাহে কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যায় সে। তড়িঘড়ি করে পরীক্ষা শেষ করে বাড়িতে ফি‌রেন ওই শিক্ষার্থী। প‌রে বাবার জানাজা সম্পন্ন হয়।

তাহেরা নূর হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ কুমার সাহা জানান, পরীক্ষার্থী উদয়ের বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা মর্মাহত। তার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে আজকের রসায়ন পরীক্ষা দেওয়ার জন্য সান্ত্বনা ও সাহস জুগিয়েছি। - সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়