শওগাত আলী সাগর: রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার বিচারক কামরুন্নাহারকে প্রত্যাহারের মধ্যেই এই মামলার বিচার এবং রায় নিয়ে সকল প্রশ্নের মীমাংসা হয়ে যায়নি। বরং গুরুত্বপূর্ণ কতোগুলো বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। সেগুলো নিয়ে কথা বলা দরকার। যে তদন্ত কর্মকর্তাকে ওই বিচারক ভর্ৎসনা করেছিলেন, সেই তদন্ত প্রতিবেদনটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হওয়া দরকার।
তদন্ত কর্মকর্তা যথাযথভাবে তদন্ত করে সঠিকভাবে প্রতিবেদন দিয়েছেন কিনা, নাকি সেখানে কোনো গলদ আছে, তা বিশ্লেষণ জরুরি। মেডিকেল রিপোর্টিও এই বিশ্লেষণের আওতায় আনতে হবে। বিচারক কামরুন্নাহার অভিযুক্তদের খালাস দেওয়ার ক্ষেত্রে এই দুটি বিষয়কেই প্রাধান্য দিয়েছেন। কাজেই এই দুটি বিষয় নিয়ে আলোচনার দরকার আছে। উচ্চ আদালতকে অনুরোধ করবো, এই বিচারটি নিয়ে জনমানসে যে অস্থিরতা এবং সংশয় তৈরি হয়েছে, তা দূর করতে মামলাটি নতুন করে বিচারের জন্য দেওয়া হোক।
লেখক : সিনিয়ার সাংবাদিক