শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০২:৪২ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ার্নারকে ‘বাতিল’ বলা বিশ্বাস হচ্ছে না ফিঞ্চের

স্পোর্টস ডেস্ক : অনেকদিন অফ ফর্মে ছিলেন ডেভিড ওয়ার্নার। আইপিএলে জায়গা হারিয়েছেন শুরুর একাদশে। চলতি বিশ্বকাপেও ব্যর্থ হবেন ওয়ার্নার, এমন ধারণা ছিল অনেকের। কিন্তু তাদের ভুল প্রমাণ করে দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে করেছেন ২৮৯ রান। শিরোপা জিতেছে তার দল। ওয়ার্নার নিজেও হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। কয়েক সপ্তাহ আগেও তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন সবাই, বিশ্বাস হচ্ছে না অজি অধিনায়ক ফিঞ্চের।

তিনি বলেছেন, ‘আমাদের লড়াই করতে হতো, সেটি আমরা করেছি। দারুণ কিছু ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্স পেয়েছি। বিশ্বাস করতে পারছি না ওয়ার্নারকে কয়েক সপ্তাহ আগেও সবাই শেষ বলে দিয়েছিল।’

ফিঞ্চ আরও বলেছেন, ‘আমার মতে জ্যাম্পা ছিল এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, বড় উইকেট নিয়েছে, দুর্দান্ত খেলোয়াড় সে। মিচেল মার্শ কি দুর্দান্ত খেলেছে, শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছে। ওয়েড ইনজুরি শঙ্কা নিয়ে এসে কাজটা করে গেছে। স্টয়নিসও নিজের কাজ করেছে।’

এর আগে ফাইনাল খেললেও কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ ছুঁয়ে দেখা হয়নি অজিদের। এবার সেটি সম্ভব হয়েছে। এর নেতৃত্বে ছিলেন অ্যারন ফিঞ্চ। ম্যাচশেষে তিনি বলেছেন, সবার জন্য এটা দারুণ গর্বের।

ফিঞ্চ বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা অনেক বড় ব্যাপার। ছেলেরা পুরো টুর্নামেন্ট যেভাবে খেলেছে, এটা গর্বের।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়