শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০২:৪২ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ার্নারকে ‘বাতিল’ বলা বিশ্বাস হচ্ছে না ফিঞ্চের

স্পোর্টস ডেস্ক : অনেকদিন অফ ফর্মে ছিলেন ডেভিড ওয়ার্নার। আইপিএলে জায়গা হারিয়েছেন শুরুর একাদশে। চলতি বিশ্বকাপেও ব্যর্থ হবেন ওয়ার্নার, এমন ধারণা ছিল অনেকের। কিন্তু তাদের ভুল প্রমাণ করে দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে করেছেন ২৮৯ রান। শিরোপা জিতেছে তার দল। ওয়ার্নার নিজেও হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। কয়েক সপ্তাহ আগেও তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন সবাই, বিশ্বাস হচ্ছে না অজি অধিনায়ক ফিঞ্চের।

তিনি বলেছেন, ‘আমাদের লড়াই করতে হতো, সেটি আমরা করেছি। দারুণ কিছু ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্স পেয়েছি। বিশ্বাস করতে পারছি না ওয়ার্নারকে কয়েক সপ্তাহ আগেও সবাই শেষ বলে দিয়েছিল।’

ফিঞ্চ আরও বলেছেন, ‘আমার মতে জ্যাম্পা ছিল এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, বড় উইকেট নিয়েছে, দুর্দান্ত খেলোয়াড় সে। মিচেল মার্শ কি দুর্দান্ত খেলেছে, শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছে। ওয়েড ইনজুরি শঙ্কা নিয়ে এসে কাজটা করে গেছে। স্টয়নিসও নিজের কাজ করেছে।’

এর আগে ফাইনাল খেললেও কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ ছুঁয়ে দেখা হয়নি অজিদের। এবার সেটি সম্ভব হয়েছে। এর নেতৃত্বে ছিলেন অ্যারন ফিঞ্চ। ম্যাচশেষে তিনি বলেছেন, সবার জন্য এটা দারুণ গর্বের।

ফিঞ্চ বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা অনেক বড় ব্যাপার। ছেলেরা পুরো টুর্নামেন্ট যেভাবে খেলেছে, এটা গর্বের।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়