শিরোনাম
◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে 

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০২:৪২ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ার্নারকে ‘বাতিল’ বলা বিশ্বাস হচ্ছে না ফিঞ্চের

স্পোর্টস ডেস্ক : অনেকদিন অফ ফর্মে ছিলেন ডেভিড ওয়ার্নার। আইপিএলে জায়গা হারিয়েছেন শুরুর একাদশে। চলতি বিশ্বকাপেও ব্যর্থ হবেন ওয়ার্নার, এমন ধারণা ছিল অনেকের। কিন্তু তাদের ভুল প্রমাণ করে দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে করেছেন ২৮৯ রান। শিরোপা জিতেছে তার দল। ওয়ার্নার নিজেও হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। কয়েক সপ্তাহ আগেও তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন সবাই, বিশ্বাস হচ্ছে না অজি অধিনায়ক ফিঞ্চের।

তিনি বলেছেন, ‘আমাদের লড়াই করতে হতো, সেটি আমরা করেছি। দারুণ কিছু ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্স পেয়েছি। বিশ্বাস করতে পারছি না ওয়ার্নারকে কয়েক সপ্তাহ আগেও সবাই শেষ বলে দিয়েছিল।’

ফিঞ্চ আরও বলেছেন, ‘আমার মতে জ্যাম্পা ছিল এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, বড় উইকেট নিয়েছে, দুর্দান্ত খেলোয়াড় সে। মিচেল মার্শ কি দুর্দান্ত খেলেছে, শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছে। ওয়েড ইনজুরি শঙ্কা নিয়ে এসে কাজটা করে গেছে। স্টয়নিসও নিজের কাজ করেছে।’

এর আগে ফাইনাল খেললেও কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ ছুঁয়ে দেখা হয়নি অজিদের। এবার সেটি সম্ভব হয়েছে। এর নেতৃত্বে ছিলেন অ্যারন ফিঞ্চ। ম্যাচশেষে তিনি বলেছেন, সবার জন্য এটা দারুণ গর্বের।

ফিঞ্চ বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা অনেক বড় ব্যাপার। ছেলেরা পুরো টুর্নামেন্ট যেভাবে খেলেছে, এটা গর্বের।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়