শিমুল মাহমুদ: [২] প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব, আমরা সুলতানা রাজিয়ার কথা শুনেছি। আপনি কি সুলতানা শেখ হাসিনা হতে চাচ্ছেন? আপনার গণতন্ত্রের দরকার নাই, ভোটের দরকার নাই, নির্বাচনের দরকার নেই। বাংলাদেশ কোন স্বৈরশাসকে বেশি দিন টলারেট করেনি। আপনার সরকার পতনের সাইরেন বাজছে। চারিদিকে ঘণ্টা বাজছে।
[৩] রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে রুহুল কবির রিজভী আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের একটি সার্কুলার দেখলাম- স্কুল এবং প্রাইমারি স্কুলে যারা ভর্তি হবে তাদেরকে শপথ নিতে হবে শেখ রাসেলের নামে, বঙ্গবন্ধুর নামে।
[৪] আমাদের কোমলমতি ছাত্র শপথ নিবে কেন? শিক্ষা মন্ত্রণালয় সরকার একটি বিভাগ তারা এরকম সার্কুলার দিবে কেন? এটা উদ্দেশ্যটা কী?