স্পোর্টস ডেস্ক: [২] এবারের বিশ্বকাপের ফাইনালে যেতে না পারলেও দূর্দান্ত খেলা উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আর এই দলের সাফল্যের অন্যতম কান্ডারী মোহাম্মদ রিজওয়ান। সেমিফাইনাল ম্যাচের আগে দুইদিন আইসিইউতে ছিলেন, সেখান থেকে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস। তবুও হেরেছে দল, কিন্তু রিজওয়ান ঠিকই ভাসছেন প্রসংশায়
[৩] এখানেই থামননি ওয়াসিম বলেছেন, রিজওয়ান আমাদের জাতীয় হিরো। শারীরিক এবং মানসিক দিক থেকে সে অনেক এগিয়ে। রমজান মাসে রোজা নিয়েও টেস্ট খেলেছে সে, যেটা শারীরিক দিক থেকে অসম্ভব।
[৪] রিজওয়ান এমন একজন যাকে আপনি সবসময় দলে পেতে চাইবেন। সে সদা হাসিখুশি, পরিশ্রমি এবং হেল্পফুল। আইসিইউ থেকে ফিরে প্রায় ১৭ ওভার ব্যাটিং করার পর পুরো ইনিংস কিপিং করেছে সে। সত্যিকার অর্থে দলের জন্য নিবেদিত প্রাণ রিজওয়ান। ক্রিকবাজ