শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১১:০৯ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ১১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চোরাই গাড়ি উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে পাঁচটি চোরাই গাড়িসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃতদের নাম- আজিজুল শেখ ওরফে রাজু, ফজলুল হক ওরফে ফজলু, ইউসুফ, আব্দুল্লা শিকারী ও উম্মে হ্যানি মিতু।

[২] শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ডিএমপির গোয়েন্দা অফিস কম্পাউন্ডে অনানুষ্ঠানিক এক ব্রিফিংয়ে গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, রাজধানীর কদমতলী এলাকায় দুটি পিকআপ চুরির ঘটনায় গত ১০ অক্টোবর কদমতলী থানায় মামলা হয়। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা ওয়ারী বিভাগ। তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ডেমরার সারুলিয়ায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে কদমতলী থেকে চুরি হওয়া একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আজিজুলের দেওয়া তথ্যে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার নিমতলা ট্রাক স্ট্যান্ড থেকে আরও চারটি চোরাই পিকআপ উদ্ধার করা হয়।

[৩] তিনি বলেন, গ্রেপ্তার চক্রটি পিকআপ চুরির পর চোরাই মোবাইল ফোন ও সিম ব্যবহার করে গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে গাড়ি ফেরত দেয়ার শর্তে টাকা দাবি করতো। বিকাশের মাধ্যমে চাহিদা মতো টাকা পেয়ে চোরাই গাড়ি দূরবর্তী কোন স্থানে রেখে গাড়ির মালিককে গাড়ি নিয়ে যেতে বলতো। তবে তারা গাড়ির কাগজ ফিরিয়ে দেওয়ার শর্তে গাড়ির মালিকের কাছে আরও টাকা আদায় করতো।

[৪] তিনি আরও বলেন, যেসব গাড়ির মালিক চাহিদা মতো টাকা দিত না কিংবা পুলিশে অভিযোগ করতো সেসকল গাড়ির যন্ত্রাংশ খুলে বিক্রি করতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়