নিউজ ডেস্ক: রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৯ কেজি ওজনের একটি বাগাড় মাছ। শনিবার (১৩ নভেম্বর) সকালে পদ্মা নদীর ঢালারচর এলাকায় জেলে মোতালেব হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ৫৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, জেলে মোতালেব হালদার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসেন। এ সময় সেখানকার ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৫৪ হাজার ৬০০ টাকা দিয়ে কিনে নেন। পরে সম্রাট শাহজাহান শেখ ওই মাছের ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বিভিন্ন স্থানে মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫৮ হাজার টাকায় বিক্রি করে দেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, পদ্মার বাগাড়ের অনেক চাহিদা। তাই বেশি দাম হলেও মাছটি কিনি। সামান্য লাভ রেখে ঢাকার এক রড ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছি।