স্পোর্টস ডেস্ক: [২] এবারের পাকিস্তান অবশ্য বিশ্বকাপের আগে তেমন আলোচনায় ছিল না। বোর্ডে পরিবর্তন, কোচিং প্যানেলে পরিবর্তনের ফলে দলটা কেমন করবে বিশ্বকাপে, তা নিয়েই ছিল প্রশ্ন। কিন্তু বিশ্বকাপে বাবর আজমরা সেই প্রশ্নকে তো তুড়িতে উড়িয়ে দিয়েছেনই, দেশকে স্বপ্ন দেখিয়েছিলেন বিশ্বকাপেরও। শহীদ আফ্রিদি জানালেন, পাকিস্তানই জিতবে পরের টি- টোয়েন্টি বিশ্বকাপ।
[৩] ভারতকে হারিয়ে স্বপ্নীল উড়ানের শুরু, এরপর বাকি চার ম্যাচে টানা জয়ে সেমিফাইনালে পৌঁছে দলটি। আফ্রিদি আরো বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে পাকিস্তান চ্যাম্পিয়নের মতোই লড়েছে। এই তরুণরা আমাদের দারুণ গর্ব এনে দিয়েছে। এদের খেলার কারণে বিশ্বজুড়ে আমাদের অনেক নতুন সমর্থকও তৈরি হবে। সম্পাদনা: রাহুল রাজ।