শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভাজিত হয়ে যাচ্ছেন চলচ্চিত্র দর্শক

ইমরুল শাহেদ: সেন্সর বোর্ড সদস্য ও অভিনেত্রী অঞ্জনা রহমানের কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা সেন্সরের ছবিগুলো কোথায় দেখেন। তিনি কোনো প্রকার দ্বিরুক্তি না করেই জবাব দেন, দেশের বাংলা ছবিগুলো সেন্সর বোর্ডেই দেখা হয়। ইংরেজী ছবি হলে দেখা হয় বসুন্ধরা সিনেপ্লেক্সে। কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সেন্সর বোর্ডে যেসব যন্ত্রপাতি আছে তা দিয়ে কেবল দেশের ছবিগুলোই দেখা যায়।

এই যন্ত্রপাতিতে ইংরেজী ছবিগুলোর কিছুই বোঝা যায় না।’ উল্লেখ করার বিষয় হলো, আগে যখন সিনেপ্লেক্স ছিল না তখন ইংরেজী ছবিগুলো সেন্সর বোর্ডেই দেখা হতো। চলচ্চিত্রে ডিজিটাল পদ্ধতি অনুসৃত হওয়ার পর থেকেই উন্নত দেশগুলোর ডিজিটাল পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। সে ছবিগুলো সেন্সর বোর্ডের পুরনো যন্ত্রপাতিতে সঠিকভাবে দেখা যায় না। দেশের ছবিতে ডিজিটাল পদ্ধতি চালু হলেও প্রযুক্তিগত কোনো পরিবর্তন আসেনি।

এ প্রশ্নের অবতারণা করেছেন বসুন্ধরা সিনে প্লেক্সের কর্ণধারও। তিনি বলেছেন দেশের ছবি নিয়ে। সিনেপ্লেক্সে দেশের ছবি অধিকহারে প্রদর্শিত হয় না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এখানে প্রযুক্তিগতভাবে যে সব ছবি নির্মিত হয় সেগুলো সিনেপ্লেক্সে প্রদর্শিত হওয়ার যোগ্য নয়। এভাবে সাধারণ সিনেমা হল এবং সিনেপ্লেক্সের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে।

এছাড়া বড় বড় শপিং মল বা অভিজাত এলাকায় সিনেপ্লেক্স নির্মিত হচ্ছে। সিনেপ্লেক্সগুলোতে টিকিটের দামও বেশি। তাই সেখানে এক শ্রেণীর দর্শক সিনেমা দেখতে পারেন। আর সাধারণ সিনেমা হলে ছবি দেখেন আমজনতা। এভাবে দর্শকের মধ্যেও একটা বিভাজন তৈরি হয়ে যাচ্ছে। প্রদর্শক সমিতির একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রয়োজন সাধারণ মানুষ যাতে সিনেমা দেখতে পারেন, সে রকম সিনেমা হল। টিকিট মূল্যের পার্থক্য ঘুচিয়ে সকলের আর্থিক সামর্থ্যরে মধ্যে নিয়ে আসতে হবে।’ না হলে চলচ্চিত্র শুধু এক শ্রেণীর দর্শকের বিনোদন মাধ্যম হয়ে যাবে। এমনটাই মনে করেন প্রদর্শক সমিতির উক্ত কর্মকর্তা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়