শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাকসামের সাংবাদিক মনির আহমেদ

শাহাজাদা এমরান : জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাকসামের বিএনপি নেতা ও দৈনিক দিনকালের লাকসাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনির আহমেদ। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ হার্টের রোগ সহ নানান স্বাস্থ্য জটিলতায় মনিরের অবস্থা বর্তমানে খুবই সঙ্কটাপন্ন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) আছরের নামাজ পড়ার পর হঠাৎ নিজ বাসায় মাথা ঘুরে পড়ে যান মনির। এরপর এম্বুলেন্সযোগে মনিরকে প্রথমে মমতাময়ী হাসপাতালে নেয়া হয়। পরে কুমিল্লা গোমতী হাসপাতালে এনে ভর্তি করা হয়। এখানে কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোলজী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান স্নায়ুরোগ (ব্রেইন) মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান চৌধুরীর তত্বাবধানে চিকিৎসা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধার পর থেকে রাত প্রায় ১টা পর্যন্ত এমআরআই, সিটিস্কেন, ইসিজি, ইকো সহ মনিরের প্রায় ১৮ টি পরীক্ষা করা হয়। তবে তার কোন রিপোর্টই সন্তোষজনক নয়। মনিরের শরীরের নিম্নাংশ, পিঠ এবং ঘাড় সম্পুর্ন প্যারালাইজড হয়ে গেছে। সে ঠিক ভাবে কথা বলতে পারছেনা।

শুক্রবার (১২ নভেম্বর) ডা. নাজমুল হাসান চৌধুরী দ্রুততম সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকার যেকোন হাসপাতালে মনিরকে আইসিইউ সাপোর্টে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। বিএনপির রাজনীতির পাশাপাশি মনির আহমেদ "দৈনিক দিনকালর" লাকসাম উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

৪৫ বছর বয়স্ক মনির গতবছর তার লিভারের পাশে প্রদাহজনিত কারনে ক্ষত হওয়া একটি স্থানে ল্যাপোরস্কপি অপারেশন করান। ওই সময় প্রথম দফার অস্ত্র পাচারের পর ক্ষতস্থানের অপারেশনের স্থান জোরে হাঁচি দেয়ার কারনে ফেটে যায়। দ্বিতীয় দফায় পুনরায় অস্ত্রপাচারেরর পর অপারেশনটি সফল ভাবে সম্পন্ন হয়। পরবর্তীতে তিনি বেশ কিছুদিন সুস্থ ছিলেন।

গত সেপ্টেম্বরের শেষের দিকে মনির মহামারী করোনায় আক্রান্ত হন। তার ফুসফুসের ৬০ শতাংশ মহামারী করোনা দখল করে নেয়। ওই সময়ে মৃত্যুঝুঁকি নিয়ে তিনি রাজধানীর মহাখালীস্থ করোনার বিশেষায়িত হসপিটাল ডিএনসিসিতে গিয়ে প্রায় ১২ দিন চিকিৎসা নিয়ে সুস্থতা ফিরে পান। মূলত করোনা পরবর্তী সময় থেকে মনিরের শরীরে অন্যান্য সমস্যা গুলো মারাত্বক ভাবে বেড়ে যায়।

এদিকে মনিরের স্বাস্থ্যের মারাত্বক অবনতির সংবাদে জেলা বিএনপি সহ লাকসাম পৌরসভা ও উপজেলা বিএনপির নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত সুস্থতার জন্য মনিরের পরিবারের সদস্যরা দলমত নির্বিশেষে সকলের নিকট দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়