নিজস্ব প্রতিবেদক: [২] সৌরভ ইমামের সাথে এবার যুক্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। একই সময় সৌরভের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা ঝড়ে পড়েছে ম্যাশের কণ্ঠে।
[৩] নানাভাবে তার সাধ্যমত মানুষের ইচ্ছে পূরণ করতে থাকেন একটি বেসরকারি টিভি চ্যানেলের এই সাংবাদিক।
[৪] দোহারের এক তরুণ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সাথে দেখা করতে চান। সৌরভ সেই তরুণকে আশরাফুলের সাথে দেখা করিয়ে দিলে অনেক ক্রিকেট ভক্ত যোগাযোগ করতে থাকেন তার সাথে। অধিকাংশের ইচ্ছে ছিলো মাশরাফির সাথে দেখা করার।
[৫] ম্যাশের সঙ্গে যোগাযোগ করেন সৌরভ। এই ব্যাপারে বেশ আন্তরিক ছিলেন মাশরাফি। ম্যাশের অফিসে তার ভক্ত নারায়ণগঞ্জের একটি বেসরকারি স্কুলের ছাত্র রায়াত ফয়সালকে নিয়ে যান সৌরভ। ম্যাশের সাথে দেখা করতে পেরে উচ্ছ্বসিত ছিলেন ম্যাশ ভক্ত রায়াত। সম্পাদনা: রাহুল রাজ।