রাশিদুল ইসলাম : [২] মার্কিন সেনাদের কপ্টার, সাঁজোয়া যান ও অস্ত্রশস্ত্র নিয়ে কান্দাহারে বিশাল এক সামরিক কুচকাওয়াজ করেছে তালিবানরা। ব্লাকহক হেলিকপ্টারের গায়ে তালিবান পতাকা লাগিয়ে আকাশে চক্কর দিতে দেখা গেছে। আরটি
[৩] গত বুধবার কুচকাওয়াজে মার্কিন বাহিনীর কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র নিয়ে তালিবান সেনারা কান্দাহারের রাস্তা প্রদক্ষিণ করে। এসময় সাইরেন বাজাতে থাকে সেনারা।
[৪] বিভিন্ন মডেলের হামভি গাড়িতে সেনারা অস্ত্রেশস্ত্রে সজ্জিত ছিল। ছিল১১১৭ প্যাট্রোল ভেহিকল, ইন্টারন্যাশনাল ম্যাক্সএক্সপ্রো এমআরএপিসহ হালকা ধরনের ট্রাক।
[৫] এসময় সেনাদের সাঁজোয়া যাবেন কামান বহন করতে দেখা যায়।
[৬] কান্দাহরের একটি ক্রিকেট মাঠে তালিবানরা প্রার্থনারও আয়োজন করে।
https://twitter.com/i/status/1433060778991656972