কল্যাণ বড়ুয়া, বাঁশখালী প্রতিনিধি: [২] চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল এলাকা থেকে এক হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকালে বন বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা এই হাতির মরদেহটি উদ্ধার করেন।
[৩] স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল চাম্বলের এয়াকুব আলী মসজিদের পাশে শুক্রবার সকালে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় জনগণ বনবিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের খবর দেন। তারা এসে হাতিটির মরদেহ উদ্ধার করে। অসুস্থতা জনিত কারণে এই হাতিটির মৃত্যু হয়েছে বলে সাধারণভাবে ধারনা করা হচ্ছে।
[৪] বাঁশখালী ইকোপার্কের ও জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, স্থানীয়দের খবরে আমরা ঘটনাস্থলে এসে হাতির মরদেহ উদ্ধার করেছি। অসুস্থতা জনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
[৫] বাঁশখালী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া জানান, হাতির মৃত্যুর খবর পেয়ে চাম্বলের ঘটনাস্থলে এসে ময়নাতদন্ত শেষে মৃত্যুর বিষয়ে প্রকৃত তথ্য জানা যাবে বলে তিনি জানান। সম্পাদনা: হ্যাপি