শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাহাড়ে ইউপিডিএফ সভাপতিসহ ২৭ আসামিকে আত্মসমর্পনের নির্দেশ আদালতের

হারুনুর রশীদ: ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় সভাপতি প্রসীত বিকাশ খীসাসহ ২৭ আসামিকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশনা দিয়েছেন আদালত। রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক এক বিজ্ঞপ্তিতে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। অন্যথায় আসামিদের অনুপস্থিতিতে মামলার বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।

[৩] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তফসিলভুক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিরা গ্রেফতার এবং বিচার এড়ানোর জন্য আত্মগোপন করেছেন। যেহেতু তাদের গ্রেফতার হওয়ার কোন সম্ভাবনা নেই, সেহেতু আসামিগণকে আগামী ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আসামিদের অনুপস্থিতিতে বিচার কার্য অনুষ্ঠিত হবে।

[৪] আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ এপ্রিল কালুময় চাকমা নামের এক ব্যক্তিকে তার নানিয়ারচরের বাসা থেকে তুলে নেয় সন্ত্রাসীরা। পরে বেতছড়ি থেকে শ্মশান থেকে কালুময় চাকমার দাহ করা লাশ উদ্ধার করা হয়। কালুময় চাকমার হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এ্যাডমিশন চাকমা নামের এক ব্যক্তি বাদী হয়ে রাঙাামাটির নানিয়ারচর থানায় ইউপিডিএফ সভাপতি প্রসীত বিকাশ খীসাসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নানিয়ারচর থানার মামলা নং- ০৫, তারিখ- ২৬-০৪-২০১৮। মামলা দায়েরের পর বিগত সময়ে উল্লেখিত কোন আসামিকে গ্রেফতার যায়নি।

[৫] নানিয়ারচর থানার ওসি সুজন হালদার বলেন, ‘এটি ২০১৮ সালের একটি হত্যা মামলা। এ মামলায় পুলিশ উল্লেখিত আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই বিজ্ঞ আদালত আসামিদের আত্মসমর্পণের জন্য নির্দেশনা দিয়েছেন বলে জেনেছি।’ সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়