শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ০৯:১৩ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে ১০ টাকা দরের সরকারি চাল ২১০ কেজি জব্দ

ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ প্রতিনিধি: [২] ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের মান্দারবাড়িয়া এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজিতে চাল বিতরণের পরিবর্তে দোকানে বিক্রিকালে ২১০ কেজি চাল জব্দ করা হয়েছে।

[৩] এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে চালের ডিলার রাজু আহমেদকে ৩০ হাজার ও দোকান মালিক হায়দার আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৪] বুধবার (১০ নভেম্বর) বিকালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি ভূপালী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল ২১০ কেজি চাল দোকানে বিক্রিকালে হাতেনাতে ধরে জব্দ করা হয়। এ সময় সরকারী চাল বিক্রির অপরাধে ডিলার রাজু আহম্মেদকে ৩০ হাজার ও কেনার অপরাধে দোকান মালিক হায়দার আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৬] রাখালগাছি ইউনিয়নের সাধারন মানুষের ভাষ্য, সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা চালের ন্যয্য দাবিদার গরিব অসহায় মানুষ। কিন্ত দূর্নীতিবাজ ডিলার দায়িত্ব পাওয়ার পর থেকে এভাবে গরীবের হক মেরে নিজের পকেট ভারী করছে। তারা আরও বলেন, কিছু ধান্দাবাজ দোকান মালিকও বেশি লাভের আশায় এভাবে চাল কিনে লাভবান হচ্ছে। তাদের দাবি, এদেও সাথে ওই ইউনিয়নের রাঘব বোয়ালেরা আছে। তারা থাকছে ধরাছোয়ার বাইরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়