শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ০৯:১৩ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে ১০ টাকা দরের সরকারি চাল ২১০ কেজি জব্দ

ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ প্রতিনিধি: [২] ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের মান্দারবাড়িয়া এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজিতে চাল বিতরণের পরিবর্তে দোকানে বিক্রিকালে ২১০ কেজি চাল জব্দ করা হয়েছে।

[৩] এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে চালের ডিলার রাজু আহমেদকে ৩০ হাজার ও দোকান মালিক হায়দার আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৪] বুধবার (১০ নভেম্বর) বিকালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি ভূপালী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল ২১০ কেজি চাল দোকানে বিক্রিকালে হাতেনাতে ধরে জব্দ করা হয়। এ সময় সরকারী চাল বিক্রির অপরাধে ডিলার রাজু আহম্মেদকে ৩০ হাজার ও কেনার অপরাধে দোকান মালিক হায়দার আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৬] রাখালগাছি ইউনিয়নের সাধারন মানুষের ভাষ্য, সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা চালের ন্যয্য দাবিদার গরিব অসহায় মানুষ। কিন্ত দূর্নীতিবাজ ডিলার দায়িত্ব পাওয়ার পর থেকে এভাবে গরীবের হক মেরে নিজের পকেট ভারী করছে। তারা আরও বলেন, কিছু ধান্দাবাজ দোকান মালিকও বেশি লাভের আশায় এভাবে চাল কিনে লাভবান হচ্ছে। তাদের দাবি, এদেও সাথে ওই ইউনিয়নের রাঘব বোয়ালেরা আছে। তারা থাকছে ধরাছোয়ার বাইরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়