সুমাইয়া মিতু: [২] জাতিসংঘের মুখপাত্র জানান, ওই কর্মীদের ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আটকে রাখা হয়েছে। জাতিসংঘের আরেক মুখপাত্র ডুজারিক নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, আমরা ইথিওপিয়া সরকারের সঙ্গে তাদের মুক্তির ব্যাপারে কাজ করছি। রয়টার্স
[৩] ডুজারিক একটি প্রশ্নের উত্তরে বলেন, যে জাতিরই হোক না কেনো তারা জাতিসংঘের সদস্য এবং আমরা তাদের মুক্ত অবস্থায় দেখতে চাই। রোববার ইথিওপিয়ার মানবাধিকার কমিশন জানায়, তারা রাজধানী থেকে বৃদ্ধ, মা ও শিশুসহ টিগ্রেয়ানদের গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরেছে।
[৪] স্থানীয় পুলিশ জানায়, তারা কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করেন নি, তারা শুধুমাত্র সরকার বিরোধী টিগ্রেয়ান বাহিনীর সমর্থকদের গ্রেপ্তার করেছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব।