শাহীন খন্দকার: [২] রাজধানীসংলগ্ন টঙ্গী সেতুতে লোহার পাত দিয়ে ঢেকে রাখা পুরনো বড় একটি ফুটো বেরিয়ে পড়েছে। এ কারণে বুধবার সকাল থেকে ময়মনসিংহ-গাজীপুরের দিক থেকে ঢাকায় আসতে অনেক সময় লাগছে, যানজটে ভোগান্তি চরমে পৌঁছেছে।
[৩] গাজীপুর মহানগর পুলিশ উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ধাতব পাতটি সরে গেলে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে সকাল ৯টার দিকে ফুটোটি আবার ঢেকে দিয়ে একটি লেইন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
[৪] বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় ওই রাস্তায় এমনিতেই সব সময় যানজট লেগে থাকে। বুধবার সকাল থেকে সেতুর ফুটোর কারণে অবস্থা আরো নাজুক হয়ে পড়ে।
[৫] বেসরকারি চাকরিজীবী নাবিলা রহমান জানান, তিনি ভোরে ময়মনসিংহ থেকে রওনা দিয়ে সাড়ে ৪ ঘণ্টাতেও ঢাকায় পৌঁছাতে পারেননি। পরে বাস থেকে নেমে অনেকখানি পথ হেঁটে টঙ্গী ব্রীজ পার হয়ে এপারে এসে আবার বাসে ওঠেন।