আফসান চৌধুরী
সবচেয়ে ফালতু কথা হচ্ছে, ‘এতো সব ওপারে নিয়ে যেতে পারবে না। তো এতো টাকা বানায় কেন, চুরি করে কেন? পরপারে শূন্য হাতে যেতে হবে।’ পয়সাওয়ালারা নিজেদের জন্য খরচ করে কিছুটা কিন্তু তার চেয়ে করে পরিবার আত্মীয়-স্বজনের জন্য। পরপারের জন্য দিতে চাইলেও নেবে না, কারণ সে বানায় এই পৃথিবীতে পরিবারের, বংশধরের আত্মীয়-স্বজন, প্রেমিক-প্রেমিকা তাদের ভোগের জন্য। যে পয়সা বানায় না সে অনেক কারণে করে না, তবে তার মধ্যে ওপারে নিতে পারবো না তাই টাকা বানিয়ে কী হবে, এই ভাবনা থাকে না। সে হয় পারে না অথবা তার ইচ্ছা করে না।
[২] নির্বাচিত মন্তব্য : মাহফুজুল হোসেন-আমি একজন পূর্ণ বিশ্বাসী মানুষ। পরকাল এবং জবাবদিহিতায় বিশ্বাস করি। এ বিশ্বাসের বশবর্তী হয়েই করিনি। যারা করেছে তারা অর্ধবিশ্বাসী মানুষ। তারা মনে করে এ দুনিয়াটা সুখের জায়গা। নামাজ, হজ, যাকাত, দান খয়রাত করলেই সব মাফ। আমার সঙ্গে অনেকেই করেছে আবার আমার মতো অনেকেই করেনি। সে যে বিশ^াসের হোক। সে তার ধর্মীয় কোনো দৃষ্টিতে করেনি। কুকর্ম সব ধর্মেই নিষেধ। তাই সে পেরেছে। সে তার দৃষ্টিভঙ্গি থেকে করেছে। সে করেনি তার দৃষ্টিভঙ্গি। আবার এ কথাও সত্য অনেকের সুযোগ থাকে না। তখন বোঝা যেতো কে পারেনি আর কে পেরেছে। লেখক ও গবেষক