খালিদ আহমেদ: [২] অভিনেত্রী ও মডেল পুনম পাণ্ডে মাথায়, চোখে ও মুখমণ্ডলে আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[৩] মুম্বাই পুলিশ বলছে, ‘স্যাম বোম্বের বিরুদ্ধে মামলা হয়েছে।’ বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। এএনআই
[৪] পুনম পাণ্ডের স্বামীর বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। গত বছর বিয়ের পরের দিনই ভারতের গোয়াতে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন স্যাম বোম্বে। পুনম পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তার স্বামী তাকে শ্লীলতাহানি করেছেন। দক্ষিণ গোয়ায় এ ঘটনা ঘটে।
[৫] গত বছর সেপ্টেম্বরে বান্দ্রায় নিজেদের বাড়িতে এক ঘরোয়া আয়োজনে বিয়ে করেন পুনম ও স্যাম। নানা সময়ে বিতর্কিত কাণ্ড করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। সম্পাদনা : মোহাম্মদ রকিব