স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে আগামী পরশুদিন মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তবে এর মধ্যে আরও একটি সুখকর খবর হলো ২০২২ সালের মার্চে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই সফরের মাধ্যমে প্রায় ২৩ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখতে যাচ্ছে অজি ক্রিকেটাররা। ইতোমধ্যেই পাকিস্তান সফর নিশ্চিতের খবর জানিয়ে ম্যাচ সূচিও প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে বেশ কয়েকজন অজি ক্রিকেটার এই সফরে যেতে অনীহা প্রকাশ করেছেন- এমনটাই জানিয়েছেন টিম পেইন।
[৩] কিছুদিন আগেই নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে গিয়েও ম্যাচ না খেলে ফেরত আসে নিউজিল্যান্ড। এরপর পাকিস্তান সফর বাতিল করেছিল ইংল্যান্ডও। তাই অনেকেরই ধারণা ছিল নিকট ভবিষ্যতে আর কোনো দল পাকিস্তান সফরে যাবে না। সম্পাদনা: রাহুল রাজ।